উলজু মাউন্টেইন উৎসবে অ্যাওয়ার্ড জিতল ইরানের ‘হলি ব্রেড’
পোস্ট হয়েছে: এপ্রিল ২১, ২০২১
দক্ষিণ কোরিয়ার উলজু মাউন্টেইন চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার জিতেছে ইরানি প্রামাণ্যচিত্র ‘হলি ব্রেড’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রয়াত ইরানি চলচ্চিত্রকার রহিম জাবিহি। গত সপ্তাহে উলসানে অনুষ্ঠিত উলজু মাউন্টেইন উৎসবের এবারের ৬ষ্ঠ পর্ব থেকে এই পুরস্কার লাভ করে তথ্যচিত্রটি।
‘হলি ব্রেড’ প্রযোজনা করেছেন ইরানি সিনেমাটোগ্রাফার তুরাজ আসলানি। কুর্দি কুলবার-শ্রমিকদের বিপজ্জনক শ্রম নিয়ে তথ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে। এই শ্রমিকরা ইরান সীমান্তজুড়ে কাজ করেন। মালামাল বহনের কাজ করে তারা পরিবার পরিচালনা করেন। গরম কিংবা তুষার উপেক্ষা করে পায়ে হেঁটে পিচ্ছিল-কিংবা গরম পাহাড়ি পথ বেয়ে মালামাল বহনের এই কাজ অত্যন্ত বিপজ্জনক। কাজ করতে গিয়ে অনেককেই আহত হতে হয়, তার ওপরে সীমান্ত পুলিশের গুলি খাওয়ার ভয় তো আছেই। এমনকি জীবনও চলে যেতে পারে। এমনই এক বাস্তব ঘটনায় নিয়ে এগিয়ে গেছে তথ্যচিত্রটি। সূত্র: তেহরান টাইমস।