উরুমিয়ে হ্রদের পানি বৃদ্ধ
পোস্ট হয়েছে: এপ্রিল ১০, ২০১৮

ইরানের উরুমিয়ে হ্রদের পানি বাড়ছে। এ হ্রদটি বিশ্বের অন্যতম বৃহৎ লবনাক্ত পানির হৃদ যার সঙ্গে সমুদ্রের সংযোগ নেই। এ হ্রদের পানি সম্প্রতি ৩৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পূর্ব আজারবাইজানের পরিবেশ রক্ষা বিভাগের প্রধান হামিদ কাশেমি জানান, ইরানে গত ২৩ সেপ্টেম্বর বর্ষা মওসুম শুরু হওয়ার পর উরুমিয়ে হ্রদে পানি বৃদ্ধি পেতে শুরু করে। বর্তমানে উরুমিয়ে হ্রদের পরিধি ২ হাজার ২৩০ বর্গকিলোমিটার হলেও সর্বোচ্চ বর্ষা মওসুমে এর পরিধি ৪ হাজার ৫২৬ বর্গকিলোমিটার বৃদ্ধি পায়।
উরুমিয়ে হ্রদের পানি ১৯৯৭ সালে ৩০ বিলিয়ন ঘনমিটার থাকলেও তা ধারাবাহিকভাবে বিপুল পরিমান হ্রাস পেয়ে গত বছর আড়াই বিলিয়ন ঘটমিটারে নেমেছে।- ইরনা