শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

উরুমিয়ায় আঙ্গুর মেলা

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৭, ২০১৭ 

news-image

ইরানের উত্তরপশ্চিমাঞ্চল উরুমিয়ায় হয়ে গেল আঙ্গুর মেলা। পশ্চিম আজারবাইজান প্রদেশের চি চেস্ট উপকূলীয় গ্রামে পঞ্চম বারের মত এ মেলা অনুষ্ঠিত হয়। গত ৭ সেপ্টেম্বর শুরু হয়ে এ মেলা চলে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এধরনের মেলা পর্যটনে বিদেশিদের আগ্রহ সৃষ্টি করবে বলে জানান ইরানের কালচারাল হেরিটেজ, হ্যান্ডিক্রাফটস এন্ড টুরিজম অর্গানাইজেশনের পূর্ব আজারবাইজানের মহাপরিচালক জালিল জাব্বারি।

তিনি বলেন, এধরনের মেলা এ অঞ্চলে বিনিয়োগেও উৎসাহিত করবে। একই সঙ্গে উরুমিয়ার আঙ্গুর প্রেমি কৃষকদের কৃষি সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে সাহায্য করবে এ মেলা। মেলায় বেশ কিছু হস্তশিল্প প্যাভিলিয়ন দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে পশ্চিম আজারবাইজানের ঐতিহ্য সম্পর্কে জানতে পারেন দর্শকরা। আঙ্গুর এ অঞ্চলের মানুষের খাদ্যতালিকায় অতিপরিচিত একটি অংশ জুড়ে রয়েছে এবং এর খাদ্যমানও বেশ উঁচু মানের।-আইএফপি ।