শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

উম্মতের ব্যাপারে মহানবী (সা.)-এর শঙ্কা ও অন্যান্য বিষয়

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৫, ২০১৩ 

news-image

নবী করিম (সা.) বলেন : ‘আমার পরে আমার উম্মতের ব্যাপারে তিনটি বিষয়ে আমি শঙ্কিত : (খোদায়ী) জ্ঞানলাভের পর গোমরাহিতে লিপ্ত হওয়া, পথভ্রষ্টকারীদের সৃষ্ট বিপর্যয় এবং পেট ও যৌনতার পূজা।’- উসূলুল কাফী, ২য় খণ্ড, পৃ. ৭৯।

আমীরুল মুমিনীন হযরত আলী (আ.) বলেন : ‘আল্লাহর বান্দার সৌভাগ্যের মধ্যে একটি হচ্ছে এই যে, তার অন্তর হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকবে।’- গুরারুল হিকাম ও দুরারুল কালাম, ১ম খণ্ড, পৃ. ৩৯৯

হযরত আলী (আ.) আরও বলেন : ‘যখন তোমরা দারিদ্রের মধ্যে নিপতিত হও তখন সাদাকা-খয়রাতের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা আরম্ভ কর।’- নাহজুল বালাগা, উক্তি নং ২৫৮, পৃ. ২১০

ইমাম মূসা কাযিম (আ.) বলেন : ‘প্রকৃত মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে কম কথা বলে এবং অধিক কাজ করে এবং মুনাফিক হচ্ছে সেই ব্যক্তি যে অধিক কথা বলে এবং কম কাজ করে।’

(নিউজলেটার, জুন ১৯৯২)