বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

উন্নয়ন-অগ্রগতির অন্যতম ভিত্তি হচ্ছে নিরাপত্তা: সর্বোচ্চ নেতা

পোস্ট হয়েছে: অক্টোবর ৫, ২০১৬ 

news-image
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেননিরাপত্তা হচ্ছে ইরানের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম ভিত্তি। তিনি আজ (মঙ্গলবার) পুলিশ বাহিনীর পদস্থ কর্মকর্তাদের এক সমাবেশে এ কথা বলেন।
সর্বোচ্চ নেতা আরও বলেছেনসক্ষমতা থাকার পরও নিরাপত্তার অভাবে একজন মানুষ আর্থ-রাজনৈতিকসাংস্কৃতিক ও সেবাখাতে উপযুক্ত তৎপরতা চালাতে পারে না। তিনি পুলিশ বাহিনীর সক্ষমতা ও যোগ্যতা আরও বাড়ানোর ওপর জোর দেন।
সর্বোচ্চ নেতা বলেনদেশের স্বার্থে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা প্রতিদিনই বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে তিনি নিরাপত্তা বাহিনীর নানা অর্জনেরও প্রশংসা করেন। পুলিশ বাহিনীকে নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে ঘোষণা করেন আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।