শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

উন্নয়নই ইরান সরকারের প্রধান লক্ষ্য: প্রেসিডেন্ট রুহানি

পোস্ট হয়েছে: অক্টোবর ২৩, ২০১৬ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি দেশের উন্নয়ন প্রচেষ্টা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। শনিবার গ্রাম ও উপজাতি লোকদের জাতীয় দিবসে বক্তৃতা করার সময় তিনি বলেন, বিশেষ করে তরুণীদের বেকারত্ব সমস্যা সমাধানের প্রতি প্রত্যেকের জোর দেয়া উচিত। তিনি বলেন, উন্নয়নই তার সরকারের প্রধান লক্ষ্য।

তিনি জানান, তার মন্ত্রিপরিষদ গ্রামাঞ্চলের উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছে যদিও এজন্য এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তবে বিষয়টিতে তিনি সম্পূর্ণ সচেতন রয়েছেন বলে মন্তব্য করেন ড. রুহানি।

প্রেসিডেন্ট রুহানি গ্রামের মানুষের জন্য মাটি, পানি, বন, চারণভূমি, নদী ও জলজপ্রাণী রক্ষার গুরুত্ব তুলে ধরেন। দেশ এখন পানির ঘাটতিতে ভুগছে বিধায় বর্তমান সময়ে জলজসম্পদের যথাযথ ব্যবহারে যত্নবান হতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য চলমান অনেক পরিকল্পনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এরই মধ্যে চারটি বাঁধ উদ্বোধন করা হয়েছে এবং চলতি বছর সরকার আরো ছয়টি বাঁধ খুলে দেবে| সূত্র: পার্সটুডে