উন্নত প্রজন্মের করোনা টিকা পরীক্ষায় প্রস্তুত ইরান
পোস্ট হয়েছে: জানুয়ারি ৬, ২০২১

ইরানের পাস্তুর ইন্সটিটিউটের ভাইরোলজি গবেষণা পরিচালক ডা. কাইহান আজাদমানেশ জানিয়েছেন, তার দেশ উন্নত প্রজন্মের করোনা ভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিনের মানব পর্যায়ে পরীক্ষা শুরু করার জন্য প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার তিনি বলেন, ইরানি গবেষকরা সব প্রজন্মের কোভিড ১৯ ভ্যাকসিন তৈরি করেছে এবং এই ক্ষেত্রে ভালো অগ্রগতি পাওয়া যাচ্ছে।
ডা. কাইহান আরও জানান, ইরান উন্নত প্রন্মের করোনা ভাইরাস ভ্যাকসিনের মানব পর্যায়ে পরীক্ষা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।