রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

উদ্যোক্তা সূচকে ইরানের ১৩ ধাপ উন্নতি

পোস্ট হয়েছে: নভেম্বর ২৭, ২০১৯ 

news-image

বিগত ইরানি বছরে (২১ মার্চ ২০১৮ থেকে ২০ মার্চ ২০১৯) উদ্যোক্তা সূচকে ১৩ ধাপ অগ্রগতি হয়েছে ইরানের। গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সেন্টারের প্রতিবেদনে এই অগ্রগতি দেখা গেছে। এই তথ্য জানিয়েছেন ইরানের শ্রম, সমবায় ও সমাজ কল্যাণ মন্ত্রী মোহাম্মাদ শারিয়াতমাদারি।

মঙ্গলবার আন্তর্জাতিক উদ্যোক্তা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী এই তথ্য জানান। ১৮ থেকে ২৪ নভেম্বর শ্রম মন্ত্রণালয়ের ভেন্যুতে উদ্যোক্তা সপ্তাহ পালিত হয়।

ইরানে উদ্যোক্তাদের জন্য ৩০৯টি কনসালটেশন সেন্টার চালু করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত বছর এসব কনসালটেশন সেন্টার থেকে ৪ হাজার ৩৩৫টি উদ্যোক্তা কোম্পানি কনসালটেশন সেবা গ্রহণ করেছে।

সম্প্রতি বেসরকারি খাত কর্তৃক ডিজিটাল কন্টেন্ট প্রোডাকশন ফাউন্ডেশন চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংকস (আইওটি) ও ব্লক চেন খাতে নতুন নতুন প্রযুক্তির বিকাশে এই উদ্যোক্তা কোম্পানিটি স্থাপন করা হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।