বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

উদ্ভিদ উপাদান থেকে কোভিড-১৯ এর ওষুধ বানাচ্ছে ইরান

পোস্ট হয়েছে: জুলাই ৯, ২০২০ 

news-image

কোভিড-১৯ এর বিস্তার প্রতিরোধে ওষুধ উৎপাদন করছে ইউনিভিার্সিটি অব তেহরান সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্কের অধিভুক্ত একটি প্রতিষ্ঠান। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন টেকনোলজি পার্কের পরিচালক আব্বাস জারায়েই।

তিনি বলেন, ইউনিভিার্সিটি অব তেহরান সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক অধিভুক্ত একটি কোম্পানি উদ্ভিদ উপাদান থেকে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে একটি ওষুধ তৈরি করেছে।

জারায়েই জানান, করোনাভাইরাস বিস্তারের পর পার্কটির বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলো ভাইরাসটি প্রতিরোধ, শনাক্তকরণ ও চিকিৎসা নিয়ে কাজ শুরু করে। এসব কোম্পানি জীবাণুনাশক, শনাক্তকরণ কিট ও ভেন্টিলেটর তৈরির পাশাপাশি দৈনিক ৮০ হাজার মাস্ক উৎপাদন করতে সক্ষম হয়েছে। আর এতে সহযোগিতা করেছে তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স। সূত্র: মেহর নিউজ এজেন্সি।