উদ্ভাবন ও প্রযুক্তি হাউজ উদ্বোধন করলো ইরান
পোস্ট হয়েছে: জুন ২২, ২০২১

দেশের প্রযুক্তি পণ্য রপ্তানির সক্ষমতাকে বিশ্ব বাজারে তুলে ধরতে একটি উদ্ভাবন ও প্রযুক্তি হাউজ উদ্বোধন করলো ইরান। তেহরান আন্তর্জাতিক এক্সিবিশন সেন্টারে কেন্দ্রটি উদ্বোধন করা হয়েছে।
উদ্ভাবন ও প্রযুক্তি হাউজটিতে ইরানের তৈরি সর্বাধুনিক প্রযুক্তি পণ্য ও উৎপাদন সক্ষমতা বিদেশি দর্শনার্থীদের কাছে তুলে ধরা হবে। সেই সাথে বিজ্ঞানভিত্তিক ও সৃজনশীল পণ্যও প্রদর্শন করা হবে।
সাড়ে তিন হাজার বর্গমিটার জায়গার ওপর হাউজটি উদ্বোধন করা হয়েছে। এতে ৩০০ ইরানি বিজ্ঞানভিত্তিক কোম্পানির ৮ শতাধিক পণ্য তুলে ধরা হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।