উদ্ভাবনী সূচকে ১০ ধাপ আগাল ইরান
পোস্ট হয়েছে: জুলাই ১৯, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/07/2829350-1.jpg)
ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন’এর সর্বশেষ উদ্ভাবনী সূচকে ইরান আরো ১০ ধাপ এগিয়ে এ বছর ৬৫তম স্থানে উঠে এসেছে। ২০১৫ সালে এ সূচকে ইরানের অবস্থান ছিল ১০৬ তম স্থানে। প্রতিবছর এ সূচক প্রকাশ করা হয়। জ্ঞাননির্ভর প্রযুক্তি ও অর্থনীতির উন্নয়ন ও উদ্ভাবনী ক্ষমতার বিভিন্ন বিষয় বিবেচনা করে এধরনের সূচক তৈরি করা হয়।
বিভিন্ন দেশের উদ্ভাবনী পরিবেশ, উদ্যোক্তা বিকাশের ধরন, আর্থসামাজিক উন্নয়নের প্রবৃদ্ধিসহ বিভিন্ন বিষয় লক্ষ্য রেখেই এধরনের সূচক নির্ধারণ করা হয়। একই সঙ্গে ইরান বিশ্বের ৩৪টি উচ্চ মধ্যবিত্ত দেশের মধ্যে ১৬তম স্থানে অবস্থান করছে। মেহর নিউজ