উদ্ভাবনী শহরের তালিকায় তেহরানের দুধাপ উন্নতি
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৩০, ২০২১
বিশ্বের সর্বাপেক্ষা উদ্ভাবনী শহরগুলোর তালিকায় দুই ধাপ উন্নতি করেছে তেহরান। বৈশ্বিক উদ্ভাবনী সূচক ২০২১ এর প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
সর্বশেষ বৈশ্বিক উদ্ভাবনী সূচকে ইস্তাম্বুল, ভিয়েনা, বার্সেলোনা ও বার্লিনের মতো শহরগুলোকে পেছনে ফেলে ইরানের রাজধানী ৪১তম অবস্থানে রয়েছে।
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স এর ২০২১ সালের সংস্করণে ৮১টি ভিন্ন ভিন্ন নির্দেশকের ভিত্তিতে ১৩২টি অর্থনীতির সর্বশেষ বৈশ্বিক উদ্ভাবনী তালিকা প্রকাশ করা হয়।
এবছরের উদ্ভাবনী সূচকে অঞ্চল ও আয়ের স্তর অনুযায়ী দেশগুলোর শ্রেণিবিন্যাস করা হয়। এই হিসেবে মধ্য ও উচ্চমধ্যম আয়ের দেশের তালিকায় ইরান ১৩তম এবং মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারতের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সূত্র: তেহরান টাইমস।