মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘উদ্বেগ ও সহিংসতা’ নিয়ে আরব দেশগুলোর সঙ্গে সংলাপ করবে ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২০, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ উদ্বেগ ও সহিংসতার বিষয়ে আরব রাষ্টগুলোর সঙ্গে সংলাপ করবে। এজন্য তিনি পারস্য উপসাগরীয় এলাকার আরব দেশগুলোর অংশগ্রহণে একটি ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন।

জারিফ বলেছেন, আঞ্চলিক চলমান সংকট থেকে উত্তরণের জন্য এ ধরনের ফোরাম গঠনের কথা চিন্তা করা যেতে পারে। এতে পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো অংশ নেবে যাতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভক্তি ও উত্তেজনা কমানো যায়। জার্মানিতে অনুষ্ঠিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জারিফ এসব কথা বলেন।

তিনি জানান, আঞ্চলিক ফোরাম গঠনের মাধ্যমে সংলাপ শুরু করা যেতে পারে। এ অঞ্চলে বিরাজমান উদ্বেগ ও সহিংসতার বিষয়গুলো চিহ্নিত করার জন্য তিনি ইরানের সঙ্গে আরব দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জাওয়াদ জারিফ বলেন, “আমাদের মধ্যে অনেক সমস্যা আছে এবং এসব সমস্যা আমাদেরকে সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে।” তিনি আরব দেশগুলো ‘মুসলিম ভাই’ বলেও উল্লেখ করেন।

সূত্র: পার্সটুডে।