মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

উত্তর-মধ্য ইরানে ২০ চিতার সন্ধান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১, ২০২০ 

news-image

ইরানের উত্তর-কেন্দ্রীয় সেমনান প্রদেশে ২১টি এশিয়াটিক চিতার দেখা মিলেছে। চলতি ইরানি বছরের (২১ মার্চ) শুরু থেকে এসব চিতার সন্ধান মিলেছে বলে জানান প্রাদেশিক পরিবেশ দপ্তরের প্রধান আমির আব্দুস।

তিনি বলেন, চিতার বাসস্থানের জন্য গবাদিপশু ও পোষা কুকুরের উপস্থিতি সবচেয়ে গুরুতর হুমকি।  বর্তমানে তুরানের দেড় মিলিয়ন হেক্টর জমির প্রায় ৫ লাখ হেক্টর জমি গবাদিপশু মুক্ত করা হয়েছে। চিতাদের জন্য নিরাপদ আশ্রয় স্থল গড়ে তোলা হয়েছে তুরান জীবমণ্ডল রিজার্ভে। তুরানে ১ লাখ হেক্টর জায়গা জুড়ে রয়েছে তুরান ন্যাশনাল পার্ক।

ক্যামেরায় ধারণ করা ছবি ও স্থানীয়দের প্রত্যক্ষ অনুযায়ী, এবছরের শুরু থেকে এ পর্যন্ত সেমনানে ২১টি চিতার দেখা মিলেছে। এদের মধ্যে ১৩টির আইডি কার্ড রয়েছে। সূত্র: তেহরান টাইমস।