উত্তর-পশ্চিম ইরানে হাই-ওয়্যার সাইক্লিং সাইটের উদ্বোধন
পোস্ট হয়েছে: এপ্রিল ১০, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/04/4107143.jpg)
উত্তর-পশ্চিম ইরানের প্রাচীন হির শহরে সম্প্রতি উঁচু তারের ওপর দিয়ে সাইকেল চালানোর (হাই-ওয়্যার সাইক্লিং) একটি বিনোদনমূলক স্থানের উদ্বোধন করা হয়েছে।
ঝুলন্ত সাইকেল লেনের সাইটটিতে চালকদের একটি গভীর উপত্যকার উপর দিয়ে তার পাড়ি দিয়ে যেতে হয়। আরদাবিল প্রদেশের ঝুলন্ত সেতুর কাছেই এটি অবস্থিত। প্রাদেশিক পর্যটন প্রধান নাদের ফাল্লাহি এবং স্থানীয় পর্যটন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গেল ১ এপ্রিল সাইটটির উদ্বোধন করা হয়। আরদাবিল বিভিন্ন ধরনের “ভীতিকর” কাচের সেতুর আবাসস্থল। এছাড়াও ইউনেসকো-নিবন্ধিত শেখ সাফি আল-দিন খানগাহ এবং শ্রাইন এনসেম্বল প্রদেশটিতে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য, অতিথিপরায়ণ মানুষ এবং রেশম ও কার্পেট বাণিজ্য ঐতিহ্যের জন্য আরদাবিল সুপরিচিত। অঞ্চলটি শীতকালে খুব ঠাণ্ডা এবং গ্রীষ্মে মনোরম থাকে এবং প্রতি বছর হাজার হাজার পর্যটককে আকৃষ্ট করে। রাজধানী শহর আরদাবিল সাধারণত শীতকালে দেশের অন্যতম শীতল শহর হিসেবে রেকর্ডভুক্ত হয়। সূত্র: তেহরান টাইমস।