শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

উত্তর-পশ্চিম ইরানে আইআরজিসি’র মহড়া শুরু

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০১৭ 

news-image

ইরানের উত্তর-পশ্চিম ওশনাভিয়ে সীমান্তে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র পদাতিক শাখার সামরিক মহড়া শুরু হয়েছে। রোববার শুরু হওয়া এ মহড়ার নাম দেয়া হয়েছে মহররম। মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআরজিসি’র সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি এবং পদাতিক শাখার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর।

১৯৮০ সালে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের চাপিয়ে দেয়া আট বছরের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে এ মহড়া চালাচ্ছে আইআরজিসি। এতে গোলন্দাজ, ট্যাংক ও এয়ারবোর্ন ইউনিট অংশ নিচ্ছে। পদাতিক বাহিনীর বিভিন্ন ইউনিটের যুদ্ধ-প্রস্তুতি যাচাই করার জন্য এ মহড়া চালানো হচ্ছে। হামজা সাইয়্যেদ আশ-শুহাদা সামরিক ঘাঁটি এ মহড়ার ক্ষেত্রে মূল দায়িত্ব পালন করছে।

এদিকে, আজকের মহড়ায় তিন ধরনের মেশিনগান ও কামানের পরীক্ষা করা হয়েছে। এগুলো হচ্ছে হায়দার-৭, হায়দার-৪১ ও হায়দার-৪৪। হায়দার-৭ হচ্ছে ২৩ মিলিমিটারের মেশিনগান, হায়দার-৪১ হচ্ছে ১২২ মিলিমিটারের কামান ও হায়দার-৪৪ হচ্ছে ১২২ মিলিমিটারের রকেট লঞ্চার। – পার্সটুডে।