বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

উত্তর খোরাসানে দেখা মিলল পারসিয়ান চিতার

পোস্ট হয়েছে: মে ২২, ২০২২ 

news-image

ইরানের উত্তর খোরাসান প্রদেশের সালোক ন্যাশনাল পার্কে একটি পারসিয়ান চিতাবাঘের দেখা মিলেছে। এসফারায়েনের পরিবেশ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এসফারায়েনের পরিবেশ বিভাগের প্রধান আলী ফারাজি রবিবার বলেন, সালোক ন্যাশনাল পার্কে দায়িত্বরত পার্ক রেঞ্জাররা একটি পারসিয়ান চিতাবাঘ দেখেছে। পার্ক রেঞ্জাররা টহল দেওয়ার সময় এটির দৃশ্য ধারণ করে।তিনি আরও জানান, চলতি ইরানি বছরের শুরু থেকে (২০ মার্চ ২০২২ থেকে যা শুরু হয়েছে) এই এলাকায় এখন পর্যন্ত তিনটি চিতাবাঘের দেখা মিলেছে এবং এদের ছবি তোলা হয়েছে।পারসিয়ান চিতাবাঘ হল ইরানি মালভূমি ও তুরস্ক, ককেশাস, ইরান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান এবং পাকিস্তানের আশেপাশের অঞ্চলের স্থানীয় চিতাবাঘের একটি উপ-প্রজাতি। গোলেস্তান প্রাকৃতিক উদ্যান উত্তর-পূর্ব ইরানের প্রাণীটির অন্যতম প্রধান আবাসস্থল। ২০১৬ সাল থেকে প্রজাতিটি আইইউসিএন লাল তালিকায় বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত হয়েছে। সূত্র: মেহর নিউজ।