শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

উত্তর খোরাসানে এশীয় চিতার দেখা মিলল

পোস্ট হয়েছে: আগস্ট ২৫, ২০২১ 

news-image

ইরানের উত্তর খোরাসান প্রদেশের একটি বনাঞ্চলে একটি এশীয় চিতা ও তার দুটি শাবকের দেখা মিলেছে। সোমবার রাতে জাজার্ম কাউন্টির মিয়ানদাশত ওয়াইল্ডলাইফ রিফিউজির পশ্চিম সীমান্তে চিতাগুলো দেখা গেছে। উত্তর খোরাসানের পরিবেশ সুরক্ষা দপ্তরের মহাপরিচালক মেহদি আল্লাহপুর এমন তথ্য জানান।

মঙ্গলবার ইরানি এই কর্মকর্তা বলেন, একজন কৃষক জানান, জার্ম কাউন্টির মিয়ানদাশত ওয়াইল্ডলাইফ রিফিউজির পশ্চিম সীমান্তে একটি এশীয় চিতা ও তার দুই শাবককে দেখা গেছে। তার কাছ থেকে পাওয়া খবরের পর পার্ক রেঞ্জার্সদের একটি দল ওই দৃশ্য ধারণ করেন।

আল্লাহপুর বলেন, পার্ক রেঞ্জার্সের সদস্যরা ওই অঞ্চলে উপস্থিত হয়ে সফলভাবে মা চিতার ছবি তুলতে সক্ষম হন।

মিয়ানদাশত ওয়াইল্ডলাইফ রিফিউজি হচ্ছে উত্তরপূর্বাঞ্চলীয় ইরানের একটি সংরক্ষিত বনাঞ্চল। ৮৪৪ বর্গকিলোমিটার জায়গাজুড়ে আধা-মরুভূমি এবং ঝোপঝাড়ের সমন্বয়ে গঠিত এই বনে বিপন্ন এশীয় চিতার বসবাস রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।