উত্তর ইরানে কৃষি পর্যটনের অনুমোদন
পোস্ট হয়েছে: জুলাই ২০, ২০২২

ইরানের উত্তর মাজানদারান প্রদেশের তিনটি খামারকে কৃষি পর্যটন পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। প্রাদেশিক পর্যটন প্রধান মেহেদি ইজাদি শনিবার এই তথ্য জানান। তিনি জানান, সাতটি আবেদনের মধ্যে তিনটি খামারকে কৃষি পর্যটন পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
দেশের যোগ্য খামার মালিকদের কৃষি পর্যটন ব্যবসা চালু করার জন্য এই ধরনের অনুমোদন দেওয়া হয়। দেশে এই ধরনের পরিষেবার মান নিশ্চিত করতে নির্দিষ্ট মান নির্ধারণ করে দেয়া হয়।
এই ধরনের পর্যটনে কৃষি, উদ্যানপালন, পশুপালন, হাঁস-মুরগির প্রজনন সহ খামার পর্যটনের সাথে সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম সম্পৃক্ত রয়েছে। সেইসাথে পর্যটকদের কাছে আকর্ষণীয় বলে মনে হয় এমন অন্যান্য কার্যক্রমও যুক্ত করা হয়েছে বলে জানান এই ইরানি কর্মকর্তা।
উল্লেখ্য, কৃষি পর্যটন ভ্রমণ শিল্পের অপেক্ষাকৃত একটি নতুন শাখা। এখানে পর্যটকরা গ্রামীণ এলাকায় স্থানীয় লোকদের সাথে থাকা ও সময় কাটানোর সুযোগ লাভ করেন। ব্যক্তিগত কৃষি জমিতে গড়ে ওঠা খামার বিনোদন কেন্দ্রগুলোতে মাছ ধরা, রাত্রিযাপন, শিক্ষামূলক ইত্যাদি কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র: তেহরান টাইমস।