উত্তরপূর্ব ইরানের ১২৪টি ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধার
পোস্ট হয়েছে: এপ্রিল ২৮, ২০২০
গত ফারসি বছর ১৩৯৮ সালে (২১ মার্চ ২০১৯ থেকে ২০ মার্চ ২০২০) উত্তরপূর্ব ইরানের খোরাসান রাজাভি প্রদেশে ১২৪টির মতো ঐতিহাসিক ভবন ও কাঠামো পুনরুদ্ধার করা হয়েছে।
পুনরূদ্ধার করা এসব ঐতিহাসিক নির্দশনের মধ্যে রয়েছে ফেরদৌসী মাজার, টাস টাওয়ার, অ্যানসেইন্ট উইন্ডমিলস অব নাশতিফান, ঘিয়াসিহ স্কুল এবং রিবাত-ই শরাফ। সোমবার প্রাদেশিক পর্যটন প্রধান আবোলফাজি মোকাররামিফার এই তথ্য জানান। খবর ইরানি বার্তা সংস্থা আইআরএনএ এর।
তিনি আরও জানান, এসব ঐতিহাসিক স্থাপনার মধ্যে কিছু নিদর্শনের জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিদর্শনগুলো বছরের পর বছর ক্ষতিগ্রস্ত হয়েছিল। এগুলোর সংরক্ষণ, সুরক্ষা ও শক্তিশালী করার জন্য এসব পুনরুদ্ধার প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়। সূত্র: তেহরান টাইমস।