শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

উত্তরপশ্চিম ইরানে প্রথম বনবিড়ালের সন্ধান

পোস্ট হয়েছে: জানুয়ারি ১১, ২০২১ 

news-image

অনেক বছর পর প্রথমবারের মতো উত্তরপশ্চিম ইরানে বনবিড়ালের সন্ধান মিলেছে। হামেদান প্রদেশের রাজধানী শহর হামেদানের আসাদাবাদে বিড়ালটি প্রত্যক্ষ করা গেছে। হামেদান প্রদেশের পরিবেশ দপ্তরের উপপ্রধান মেহদি শাফিখানি এই তথ্য জানান।

বনবিড়ালকে খাগড়া বিড়াল বা জলাবদ্ধ বিড়ালও বলা হয়। মাঝারি আকৃতির বিড়ালটির আদি নিবাস পশ্চিম এশিয়া, দক্ষিণ ও উত্তরপূর্ব এশিয়া এবং দক্ষিণ চিন। সাধারণত ঘন গাছপালা সমৃদ্ধ জলাভূমি, উপকূল ও তীরবর্তী অঞ্চলে প্রাণীটি বসবাস করে। প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন এর বিপন্ন প্রাণীর তালিকায় বনবিড়ালের নামও রয়েছে। প্রধানত জলাভূমি ধ্বংস, শিকার ও বিষ প্রয়োগের কারণে প্রাণীটি হুমকির মুখে রয়েছে।

মেহদি শাফিখানি জানান, প্রকৃতি উৎসাহী এক ফটোগ্রাফারের ক্যামেরায় বিপন্ন প্রজাতির বিড়ালটি ধরা পড়েছে। বৃহস্পতিবার আইআরএনএ এই খবর দিয়েছে। সূত্র: তেহরান টাইমস।