বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

উট রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিলো ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ৩, ২০২১ 

news-image

শর্তসাপেক্ষে উট রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইরান। দেশটির শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি ও আমদানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক রোববার এই ঘোষণা দেন। উট রপ্তানিতে যেসব শর্ত জুড়ে দেওয়া হয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনকে (আইআরআইসিএ)  তা তিনি অবহিত করেন

আইআরআইসিএ কে লেখা এক চিঠিতে সাইদ আব্বাসপুর ঘোষণা দেন, ১২ বছর বয়সী মাদি উট ও ৮ বছরের অধিক বয়সী প্রজননহীন পুরুষ উট ২০২২ সালের মার্চ থেকে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

জানা যায়, বিশেষ শর্তসাপেক্ষে মন্ত্রণালয় উল্লিখিত সময়সীমার মধ্যে ৫ হাজার উট রপ্তানির অনুমতি দিয়েছে। রপ্তানিকারকদের কৃষি মন্ত্রণালয় থেকেও অনুমতি নিতে হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।