শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

উজবেকিস্তান এক্সপোতে অংশ নেবে ইরানের জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলো

পোস্ট হয়েছে: অক্টোবর ২২, ২০২৩ 

news-image

উজবেকিস্তানের নির্মাণ শিল্প উজস্টোরি এক্সপো ২০২৩ এ অংশ গ্রহণ করতে যাচ্ছে ইরানের জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলো।ইরানের উদ্ভাবন ও সমৃদ্ধি তহবিল উজস্টোরি এক্সপো ২০২৩ এ অংশ গ্রহণের জন্য এরইমধ্যে একটি প্যাভিলিয়ন তৈরি করেছে।

উজবেকিস্তানের তাশখন্দে আগামী ২৫ থেকে ২৭ অক্টোবর অনুষ্ঠেয় ১২তম এ আন্তর্জাতিক এক্সপোতে কনস্ট্রাকশন, হিটিং ও ভেন্টিলেশন সিস্টেম প্রদর্শন করা হবে।

প্রদর্শনীতে ইরানের ১৫টি জ্ঞান-ভিত্তিক কোম্পানি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, হিটিং ও এয়ারকন্ডিশন সিস্টেম এর ক্ষেত্রে তাদের অর্জন ও সক্ষমতাগুলো তুলে ধরবে। মেহর নিউজ।