উজবেকিস্তানের সাথে প্রীতি ম্যাচ খেলবে ইরানি মেয়েরা
পোস্ট হয়েছে: মে ২০, ২০২১

আগামী জুনে উজবেকিস্তানের সাথে প্রীতি ম্যাচ খেলবে ইরানের নারী ফুটবল দল। ফারসি স্কোয়াড আগামী সেপ্টেম্বরে ২০২২ এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য প্রস্তুতি নিচ্ছে। এলক্ষ্যে জুনের শুরুর দিকে বেলারুসে প্রশিক্ষণ শিবির গাড়বে দলটি।
এই প্রশিক্ষণ শিবিরে ইরানের নারী ফুটবল দল ৮ জুন বেলারুসের মুখোমুখি হবে এবং এর তিনদিন পর উজবেকিস্তানের বিরুদ্ধে খেলবে দলটি।
ইরানি কোচ মরিয়ম ইরানদুস্ত তেহরানে এক সপ্তাহের প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে ৩০ জন খেলোয়াড়কে আমন্ত্রণ জানিয়েছেন।
উল্লেখ্য, ফিফা র্যাঙ্কিংয়ে ইরান রয়েছে ৭০তম অবস্থানে এবং বেলারুস ও উজবেকিস্তান যথাক্রমে ৫৪তম ও ৪৩তম অবস্থানে রয়েছে। সূত্র: তেহরান টাইমস।