উইলিয়াম জোন্স কাপে ষষ্ঠ ইরানের নারী বাস্কেটবল দল
পোস্ট হয়েছে: আগস্ট ১৪, ২০২৩
ইরানের নারী বাস্কেটবল দল ২০২৩ উইলিয়াম জোন্স কাপ আন্তর্জাতিক টুর্নামেন্টে ষষ্ঠতম স্থান লাভ করেছে।
বুধবার টিম মেল্লি ব্যানোভান চাইনিজ তাইপেই-বি-এর কাছে ৭৪-৬৪ ব্যবধানে হেরেছে।
ইরান এর আগে বুসান বিএনকে সামের (দক্ষিণ কোরিয়া) কাচে ৮৭-৪৪, গিলাস পিলিপিনাস উইমেনের (ফিলিপাইন) কাছে ৬৪-৬০, তাইপেই-এ (চীনা তাইপেই) এর কাছে ৭৭-৫৮ এবং চ্যানসন ভি-ম্যাজিকের (জাপান) কাছে ৫৯-২৬ ব্যবধানে হেরেছে।
চ্যানসন ভি-ম্যাজিক পাঁচ ম্যাচের মধ্যে পাঁচটি জয় নিয়ে শিরোপা জিতেছে।
সূত্র: তেহরান টাইমস।