উইমেন ডে অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রতিবন্ধী অ্যাথলেট নেমাতি
পোস্ট হয়েছে: মার্চ ৬, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/03/2724299.jpg)
এ বছর আন্তর্জাতিক নারী দিবস পুরস্কার পাচ্ছেন ইরানের নারী তীরন্দাজ জাহরা নেমাতি। ২০১৮ উইমেনস ডে অ্যাওয়ার্ডের জন্য সম্প্রতি মনোনীত হয়েছেন ২০১৭ সালের বিশ্ব তীরন্দাজ প্রতিযোগিতা বিজয়ী এই নারী অ্যাথলেট।
ইরানের ভেটেরান্স এবং ডিজাবলড স্পোর্টস ফেডারেশনের জনসংযোগ অধিদপ্তরের তথ্য মতে, আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি আন্তর্জাতিক উইমেন্স ডে অ্যাওয়ার্ডের জন্য পাঁচ জন প্রতিদ্বন্দ্বীকে পরিচিত করিয়েছে, যাদের একজন ইরানের নেমাতি। এ বছরের উইন্টার প্যারালিম্পিক গেমসের উদ্বোধনের আগে এবং ৮ মার্চের একদিন পূর্বে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে।
জাহরা নেমাতি ছাড়া আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির অ্যাওয়ার্ডের জন্য মনোনীত বাকি চার নারী হলেন- নেদারল্যান্ডসের ৩৬ বছর বয়সী টেনিস খেলোয়াড় এসথার ভিগির, মিশরের প্যারালিম্পিক কমিটির প্রধান হায়াত খাত্তাব, ফিনিশ (ফিনল্যান্ড) প্যারালিম্পিক কমিটির প্রেসিডেন্ট মিনা মোজতাহেদি (যিনি একজন ইরানি বংশোদ্ভূত), ১৬টি প্যারালিম্পিক ম্যাডেল বিজয়ী ৪০ বছর বয়সী ব্রিটিশ সাইক্লিস্ট সারা স্টোরে। সূত্র: মেহর নিউজ অ্যাজেন্সি।