বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ঈদুল আজহায় আসছে ইরানি নির্মাতার ছবি ‘দিন দ্য ডে’

পোস্ট হয়েছে: মার্চ ১, ২০২১ 

news-image

পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিলের ছবি দিন দ্যা ডে’। ইরানি নির্মাতা মরতুযা অতাশজমজম পরিচালিত এ ছবিতে  রেকর্ড পরিমাণ বাজেট ব্যয় হয়েছে, যা শুনলে চোখ কপালে উঠবে! সিনেমাটির বাজেট প্রায় বাংলাদেশী টাকায় প্রায় ১০০ কোটি যা মার্কিন ডলার হিসেবে ১২ মিলিয়ন।শনিবার রাতে ঢাকার এক পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনে তথ্যটি জানিয়েছেন অনন্ত জলিল।

সংবাদ সম্মেলনে ‘দিন দ্য ডে’ সিনেমা প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ইরানি প্রযোজক ও পরিচালক এবার ঢাকায় এসে সিনেমার বাজেটের হিসেবে দিয়েছেন। টোটাল হিসেবে দেখা গেছে বাজেট মার্কিন ডলারে ১২ মিলিয়ন, যা বাংলাদেশী টাকায় প্রায় ১০০ কোটি টাকা। সিনেমাটি পুরোপুরি প্রস্তুত। আসন্ন ঈদুল আজহায় বাংলাদেশ, ইরানসহ বিশ্বের ৮০টি দেশে একযোগে মুক্তি দেয়া হবে। সেই প্রক্রিয়া চলছে। 

ইরানি নির্মাতার সঙ্গে যৌথ প্রযোজনায় বানানো ‘দিন দ্যা ডে’র বাংলাদেশের অংশ প্রযোজক অনন্ত জলিল। এ বিষয়ে তিনি জানান, বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে তিনি সেই অংশটুকুতে লগ্নি করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছেন ইরানি প্রযোজক।

যারা বাংলাদেশ থেকে প্রবাসে যান তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। বাংলাদেশ, তুরস্ক, আফগানিস্তান, ইরান এই চারদেশ মিলিয়ে ‘দিন দ্য ডে’ সিনেমায় উঠে আসবে সেইসব লোহমর্ষক প্রেক্ষাপট।

অনন্ত জলিল বলেন, সিনেমার নাম ‘দিন দ্য ডে’ হলেও এখানে ইসলামের কোনো ঘটনা নেই। আমাদের জীবনের যে ঘটনাগুলো রয়েছে তাই রয়েছে এ সিনেমায়। আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি দিচ্ছি না। কারণ, এবার অনেক ভালো সিনেমা আসছে। তাই ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেয়া হবে।

সংবাদ সম্মেলনে অনন্ত জলিল তার আরেক সিনেমা ‘নেত্রী দ্য লিডার’ নিয়েও কথা বলেন। রাজনৈতিক প্রেক্ষাপটে সিনেমাটি নির্মিত হবে। যেখানে তুরস্ক, ভারতের শিল্পীরাও অভিনয় করবেন। বাংলাদেশ থেকে নেত্রী’র ভূমিকায় অভিনয় করবেন অনন্তপত্নী বর্ষা। ২৮ ফেব্রুয়ারি থেকে সিলেটে শুরু হয়েছে নতুন সিনেমার চিত্রায়ণ। এরপর ভারতের বেশ কয়েকটি এলাকায় এর দৃশ্যধারণ হবে। থাকবে তুরস্কের বিভিন্ন লোকেশনও।