সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইয়েমেনে যুদ্ধ শুরু করেছে সৌদি কিন্তু পরিণতির জন্য দুষছে ইরানকে: জারিফ

পোস্ট হয়েছে: নভেম্বর ৭, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইয়েমেনে সৌদি আরব আগ্রাসী যুদ্ধ শুরু করেছে কিন্তু এখন পরিণতির জন্য তেহরানকে দোষারোপ করছে রিয়াদ। তিনি সোমবার এক টুইটার বার্তায় এ কথা বলেছেন।

জাওয়াদ জারিফ বলেন, সৌদি আরব হচ্ছে আঞ্চলিক বলদর্পী শক্তি এবং তারাই আগ্রাসী যুদ্ধে লিপ্ত, অস্থিতিশীলতা সৃষ্টিকারী আচরণ করছে এবং ঝুঁকিপূর্ণ উসকানি দিচ্ছে কিন্তু পরিণতির জন্য ইরানকে দোষারোপ করছে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অপরাধযজ্ঞের কথা উল্লেখ করে জাওয়াদ জারিফ বলেন, এই জোট এ পর্যন্ত ইয়েমেনে শিশুসহ হাজার হাজার নিরাপরাধ মানুষ হত্যা করেছে। ইয়েমেনে যে কলেরা ও দুর্ভিক্ষ দেখা দিয়েছে তার জন্য সৌদি আরবকে দায়ী করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্যও তিনি সৌদি আরবকে দোষারোপ করেন। এছাড়া, অন্য এক টুইটার বার্তায় জাওয়াদ জারিফ লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগের জন্য সৌদি আরব দায়ী বলে মন্তব্য করেন।

-পার্সটুডে।