শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইয়েমেনের ২০ লাখ শিশু স্কুলের বাইরে রয়েছে: ইউনিসেফ

পোস্ট হয়েছে: অক্টোবর ৬, ২০১৬ 

news-image

জাতিসংঘের শিশু তহবিল বা ইউনিসেফ জানিয়েছে, দারিদ্রপীড়িত ইয়েমেনে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘর্ষের ফলে দেশটিতে বিশ লাখের বেশি শিশু স্কুল সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।

মঙ্গলবার সংস্থার ইয়েমেন বিষয়ক প্রতিনিধি জুলি হারনিস বলেন, দেশটিতে সহিংসতায় ৩ লাখ ৫০ হাজার শিশু গত বছর কোনো শিক্ষা পায় নি।

ইউনিসেফের কর্মকর্তা আরো বলেন, গত বছরের সংখ্যা নিয়ে বর্তমানে বিশ লাখের বেশি শিশু স্কুলের বাইরে রয়েছে। হারনিস বলেন, অনেক শিশু হয় স্কুলে যাওয়ার পথে অথবা বা স্কুলেই নিহত হয়েছে। ইয়েমেন সংঘর্ষে লিপ্ত পক্ষগুলোর উচিত- শিশু এবং স্কুলগুলোকে হামলার বাইরে রাখা।

জাতিসংঘ গত আগস্টে জানিয়েছে,  ইয়েমেন যুদ্ধে ২০১৫ সালের মার্চ থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া, আহত হয়েছে আরো বহু মানুষ।