রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইয়ুথ অলিম্পিক গেমসের সাঁতারে ইরানের ১৪ মেডেল

পোস্ট হয়েছে: এপ্রিল ১৫, ২০১৮ 

news-image

ইয়ুথ অলিম্পিক গেমস ২০১৮ এর সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে দারুণ পারফরমেন্স করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাঁতারুরা। থাইল্যান্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নিয়ে ১৪টি মেডেল জয় করেছে ইরানি অ্যাথলেটরা।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকোকে বুধবার টুর্নামেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন ইরানের আলী যাফরি। তিনি সাঁতার প্রতিয়োগিতায় ৫২:৭২ সেকেন্ড সময় নিয়ে পুরুষদের ১শ’ মিটারের ফ্রি স্টাইল বিভাগে রৌপ্যপদক লাভ করেন।

এছাড়া ইরানি অ্যাথলেট আলি সারাভান্দ পুরুষদের ৫০ মিটারের ইভেন্টে অংশ নিয়ে রৌপ্যপদক জয় করেছেন। তিনি ৫০ মিটার সাঁতারে সময় নিয়েছেন ২৯:৭৭ সেকেন্ড।

অন্যদিকে, পুরষদের ৫০ মিটারের বাটারফ্লাই সেকশনে প্রতিদ্বন্দ্বিতা করে স্বর্ণপদক ঘরে তুলেছেন ইরানের মেহদি আনসারি।

এর আগে টুর্নামেন্টে পুরুষদের ১০০ মিটারের ফ্রি স্টাইল বিভাগে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন ইরানি অ্যাথলেট সিনা গোলামপুর, লাভ করেন সোনার মেডেল। ১৬ থেকে ১৮ বছর বয়সী পুরুষদের ২০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান দখল করেন যাফরি, ছিনিয়ে নেন রুপার মেডেল।

পুরুষদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক ইভেন্টে সোনার মেডেল জয় লাভ করেছেন আলি ফাথি। অন্যদিকে, পুরুষদের ৫০ মিটারের ব্রেস্টস্ট্রোক বিভাগে অংশ নিয়ে ব্রোঞ্জপদক ঘরে তুলেছেন আনসারি। থাইল্যান্ডে ২০১৮ ইয়ুথ অলিম্পিক গেমসের সাঁতার প্রতিযোগিতা ৭ এপ্রিল শুরু হয় শেষ হয় ১১ এপ্রিল। সূত্র: প্রেসটিভি।