ইয়াজদে শতাধিক ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধার
পোস্ট হয়েছে: জুলাই ২৬, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/07/p1.jpg)
ইরানের কেন্দ্রীয় ইয়াজদ প্রদেশ জুড়ে শতাধিক ঐতিহাসিক ভবন ও কাঠামো পুনরুদ্ধার করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশটির পর্যটন খাত স্থবির হয়ে পড়লেও চলতি ইরানি বছরের শুরু (২১ মার্চ) থেকে এ পর্যন্ত এসব নিদর্শন পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে দেশটি।
সোমবার প্রাদেশিক পর্যটন প্রধান আলি-আসগার সামাদিয়ানি বলেন, পুনরুদ্ধার প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য ৩০ বিলিয়ন রিয়ালের (৭ লাখ ডলার) অধিক অর্থ বরাদ্দ দেয়া হয়। খবর সিএইচটিএন এর।
ইরানি এই কর্মকর্তা আরও বলেন, পুনরুদ্ধার করা নিদর্শনগুলোর মধ্যে বাঘ-ই গান্দোম বাথহাউজ, আকা মসজিদ, নাভভাব ভাকিল, সালেহি, মারইয়ম খানুম, শাহরাসব দুর্গ ও ফাহরাজ জামে মসজিদ অন্যতম।
উল্লেখ্য, ইয়াজদ ইরানের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য। প্রদেশটিতে রয়েছে নজর কাড়া কয়েকটি প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন। গত বছর ইয়াজদে এক প্রত্নতাত্ত্বিক অভিযান ও গবেষণায় দেড় শতাধিক প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থান শনাক্ত হয়েছে। সূত্র: তেহরান টাইমস।