ইয়াজদে ঐতিহ্যবাহী মিষ্টির জাদুঘর
পোস্ট হয়েছে: এপ্রিল ১২, ২০২১

ইরানে ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী ইয়াজদ নগরীতে চালু হতে হচ্ছে কনফেকশনারি পণ্য ও ঐতিহ্যবাহী মিষ্টির জাদুঘর। স্থানটি স্থানীয় খাদ্য ও ভোজ্য জিনিসের জন্য বিখ্যাত হওয়ায় সেখানে ব্যতিক্রমী এই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হচ্ছে।
ইয়াজদ নগরীতে কনফেকশনারি জাদুঘর প্রতিষ্ঠার ফলে এখন থেকে একই ছাদের নিচে হরেক রকমের ঐতিহ্যবাহী মিষ্টির সমাহার পাওয়া যাবে। রোববার ইয়াজদ কনফেকশনারি ইউনিয়নের প্রেসিডেন্ট সৈয়দ আলিরেজা আসায়েশ এই তথ্য জানান।
আশা করা হচ্ছে, জাদুঘরটি থেকে দর্শনার্থীদের সরাসরি ইয়াজদি মিষ্টি সরবরাহ করা হবে। পাশাপাশি এখানে কর্মসংস্থান তৈরি হবে এবং ঐতিহাসিক শহরটির রন্ধনসম্পর্কীয় পর্যটনে আরও গতি সঞ্চার হবে। সূত্র: তেহরান টাইমস।