শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইস্ফাহানে উদ্বোধন হলো ‘বিশ্বশান্তি গোলাপ বাগান’

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৬, ২০২৫ 

news-image

কুটনৈতিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে ইরানের ইস্ফাহান সিটি করপোরেশন কর্তৃপক্ষ সম্প্রতি একটি ফুলের বাগান উদ্বোধন করেছে। বিশ্বের অন্যান্য দেশের সাথে ইরানের শান্তিপ্রিয় জনগণের বন্ধন দৃঢ় করাও এই বাগানটির উদ্দেশ্য।

‘ওয়ার্ল্ড পিস রোজ গার্ডেন’ বা ‘বিশ্বশান্তি ফুলের বাগান’ নামের এই বাগানে এখন থেকে বিদেশি প্রতিনিধিদলের প্রধানদের মাধ্যমে ইরানের বিখ্যাত মুহাম্মদি গোলাপ রোপণ করা হবে। এই বাগানে প্রথম গাছটি রোপণ করেন ইস্ফাহানে নিযুক্ত ইরাকি কনসাল জেনারেল এবং ইসফাহানের গভর্নর।

বিশ্ব পর্যটন সংস্থার (UNWTO) সভাপতি জুরাব পোলোলিকাশভিলির ‘শান্তি ও পর্যটন’ বিষয়ক স্লোগানের সাথে সঙ্গতি রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গোলাপ বিশ্বব্যাপী ‘শান্তির প্রতীক’ হিসেবে পরিচিত। পারস্যের গোলাপের অতুলনীয় সুরভীর কারণে এই ফুলের কৃতিত্ব দেওয়া হয় নবী মুহাম্মদ (সা.)-কে এবং এটি ‘মুহাম্মদী গোলাপ’ নামে পরিচিত।

এই ফুলটি ইরানে শান্তি ও বন্ধুত্বের প্রতীক এবং এর একটি আন্তর্জাতিক কোড ও শনাক্তকারী প্রতীক রয়েছে। ‘পিস ওয়ার্ল্ড ফ্লাওয়ার গার্ডেন’-এর কর্মকর্তাদের ঘোষণা অনুযায়ী, এই বাগানে কোনও ব্যক্তি বা বিদেশি প্রতিনিধিদলের মাধ্যমের রোপণ করা যেকোনো ফুলকে একটি আন্তর্জাতিক কোড দেওয়া হবে।/পার্সটুডে/