ইস্পাত রফতানিতে ইরানের আয় ৬.৯ বিলিয়ন ডলার
পোস্ট হয়েছে: এপ্রিল ১২, ২০১৮
গত ফারসি বছরে ইরান ইস্পাত রফতানি করে আয় করেছে ৬.৯ বিলিয়ন ডলার। দেশটির শীর্ষ ইস্পাত উৎপাদন প্রতিষ্ঠান মোবারাকেহ স্টিল কোম্পানি একাই রফতানি করেছে ৩.১৬ বিলিয়ন ডলার। ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহারের পর এবং বিশ্ব বাজারে ইরানি ইস্পাতের চাহিদা বৃদ্ধিতে এধরনের সহায়ক ইস্পাত বাজার পেয়েছে দেশটি। ইরানের সাতটি ইস্পাত রফতানি প্রতিষ্ঠান গত ফারসি বছরে ১৯.২৫ মিলিয়ন টন ইস্পাত রফতানি করে। যা আগের বছরের তুলনায় ১৬ ভাগ বৃদ্ধি পেয়েছে। ফিনান্সিয়াল ট্রিবিউন