শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইস্পাত উৎপাদনে শীর্ষে ইরান, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

পোস্ট হয়েছে: এপ্রিল ২৪, ২০২২ 

news-image

বিগত ইরানি ক্যালেন্ডার বছরের ১৪০০ (২১ মার্চ ২০২১ থেকে ২০ মার্চ ২০২২) সালে আগের বছরের তুলনায়  ইরানের ইস্পাত রপ্তানি ২৫ শতাংশ বেড়েছে। ইরানের খনি ও খনিজ শিল্প উন্নয়ন ও সংস্কার সংস্থা (আইএমআইডিআর) এই তথ্য জানিয়েছে।আইএমআইডিআর এর তথ্য অনুযায়ী, গত বছরে দেশটির বার্ষিক ইস্পাত রপ্তানির পরিমাণ ছিল ৭ দশমিক ৬৭৮ মিলিয়ন টন এবং এর আগের বছরে রপ্তানি হয় ৬ দশমিক ১৬২ মিলিয়ন টন।তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞার মতো বহিরাগত শক্তির সৃষ্ট চাপ এবং করোনভাইরাস প্রাদুর্ভাবের মতো বৈশ্বিক প্রতিবন্ধকতা মোকাবেলা করে  ইরানের ইস্পাত শিল্প বিগত বছরগুলোতে ক্রমাগত বিকাশ লাভ করেছে। যদিও করোনা মহামারির কারণে বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদকদের কর্মক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।বিশ্ব ইস্পাত সংস্থা (ডব্লিউএসএ) এর সর্বশেষ প্রতিবেদন মতে, ২০২২ সালের প্রথম দুই মাসে বিশ্বের শীর্ষ ৬৪টি ইস্পাত প্রস্তুতকারকের উৎপাদন যখন সাড়ে ৫ শতাংশ কমেছে তখন ইরানের অপরিশোধিত ইস্পাত উৎপাদন ১১ দশমিক ৮ শতাংশ বেড়েছে।উৎপাদন বৃদ্ধি পেয়ে ইরান বর্তমানে বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদকদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এরপরে রয়েছে ভারত, জার্মানি, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্র: তেহরান টাইমস।