ইস্পাত উৎপাদনে ইরান বিশ্বে ১২তম
পোস্ট হয়েছে: জুলাই ২৪, ২০১৬

চলতি বছরের প্রথম ৬ মাসে ইরান ৮০ লাখ টনেরও বেশি ক্রুড ইস্পাত উৎপাদন করেছে। এর ফলে দেশটি গতবছরের একই সময়ের তুলনায় ইস্পাত উৎপাদন বৃদ্ধি করেছে ৫ দশমিক ২ ভাগ। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই তথ্যে বলা হয়েছে ইস্পাত উৎপাদনে মেক্সিকোকে পিছনে ফেলে ইরান এ খাতে ১২তম স্থানে উঠে এসেছে।
২০১৫ সালের প্রথম ছয়মাসে ইরান ইস্পাত উৎপাদন করেছিল ৮ দশমিক ৩৭২ মিলিয়ন টন। এ বছরে একই সময়ে উৎপাদন হয়েছে ৮ দশমিক ৮০৬ মিলিয়ন টন। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন এ নিয়ে ইরানের ইস্পাত উৎপাদনের স্থানটি দু’বার আপডেট করল। তবে ইরানের ইস্পাত উৎপাদন বাড়লেও বিশ্বে ইস্পাত উৎপাদন কমেছে ১ দশমিক ৯ লাখ অর্থাৎ ১৯ লাখ টন।
বিশ্বে চীন সর্বোচ্চ পরিমাণ ইস্পাত উৎপাদন করে। এবছরের প্রথম ৬ মাসে চীন ৩৯৯ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করেছে। এরপর জাপান ৫২ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করে দ্বিতীয় স্থানে রয়েছে। এরপর তৃতীয় স্থানে ভারত রয়েছে এবং দেশটি ইস্পাত উৎপাদন করেছে একই সময়ে ৪০ মিলিয়ন টন।
সম্প্রতি ইরান ইসফাহান ও খুজেস্তান প্রদেশে ইস্পাত উৎপাদন বৃদ্ধি করেছে। মধ্যপ্রাচ্যে ইরান সর্বোচ্চ পরিমাণ ইস্পাত উৎপাদন করে আসছে। সূত্র: তেহরান টাইমস