সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইস্তোনিয়ার দুই উৎসবে দেখানো হবে ইরানি ছবি ‘ইয়ালদা’

পোস্ট হয়েছে: জুলাই ২৯, ২০২০ 

news-image

ইস্তোনিয়ায় অনুষ্ঠেয় দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইরানি ফিচার ‘ইয়ালদা, অ্যা নাইট ফর ফরগিভনেস’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা মাসুদ বাখশি।

চলচ্চিত্রটি তাল্লিন ব্লাক নাইট ফিল্ম ফেস্টিভালের গ্রীষ্ম ও শীতকালীন উভয় পর্বে দেখানো হবে। আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।

‘ইয়ালদা, অ্যা নাইট ফর ফরগিভনেস’ মরিয়ম নামে এক তরুণীর কাহিনি নিয়ে তৈরি করা হয়েছে। স্বামী নাসেরকে খুনের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইরানি আইনে ভুক্তভোগীর পরিবার তাকে ক্ষমা করতে পারে এবং তার জীবন ফিরিয়ে দিতে পারে। মরিয়মের পরিণতি ঠিক করার সিদ্ধান্ত নিতে হয় নাসেরের মেয়ে মনাকে। ইরানের সবচেয়ে জনপ্রিয় টিভি রিয়েলিটি শো’র পরিচিত মুখ মনা।

ফিচারটি যৌথভাবে প্রযোজনা করেছে ইরান, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ ও লেবানন। আমেরিকায় ‘ইয়ালদা, অ্যা নাইট ফর ফরগিভনেস’ এর বিপণন অধিকার লাভ করেছে স্বতন্ত্র চলচ্চিত্র কোম্পানি ‘মোমেন্ট’।

এরআগে ফিচারটি আমেরিকায় অনুষ্ঠিত সানড্যান্স চলচ্চিত্র উৎসবে শীর্ষ একটি পুরস্কার লাভ করে। উৎসবের ওয়ার্ল্ড সিনেমা ড্রামা বিভাগে ছবিটি গ্র্যান্ড জুরি লাভ করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।