ইস্তাম্বুল গ্রাফিকস ডিজাইন শো’তে ইরানের শিল্পকর্ম
পোস্ট হয়েছে: মে ৩, ২০১৬

ইরানের গ্রাফিকস শিল্পীদের বেশ কিছু গ্রাফিকস শিল্পকর্ম তুরস্কের কুড়িতম ইস্তাম্বুল গ্রাফিকস ডিজাইন শো’তে প্রদর্শিত হচ্ছে। তেহরানে ভিজে স্কুল বা ভিজুয়াল কম্যুনিকেশন আয়োজিত এক প্রতিযোগিতা থেকে বাছাইকৃত গ্রাফিকস শিল্পকর্মগুলো ইস্তাম্বুলে পাঠানো হয়েছে। এসব শিল্পকর্মের মধ্যে ৪৪০টি পোস্টার রয়েছে। ইস্তাম্বুলের ওই প্রদর্শনীতে সারা বিশ্ব থেকে উল্লেখযোগ্য গ্রাফিকস শিল্পকর্ম স্থান করে নিয়েছে। ইরানের বাছাইকৃত ৮০টি গ্রাফিকস শিল্পকর্ম পাঠানো হয়েছে ইস্তাম্বুল প্রদর্শনীতে। ভিজে ছাত্র রাসোল খোশরাভি, এলহাম ইসহাকি, মোস্তফা বেহজাদি, সামিরা আদিলপোর,হামেদ শামলো, পারিজাদ হোসেইনি, পোনেহ সাফেই, ফাতেমা আফসার ও বেহনাম আজিজির উল্লেখযোগ্য কাজ ইস্তাম্বুলে স্থান করে নিয়েছে। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন