মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইস্তাম্বুল উৎসবে দেখানো হবে যেসব ইরানি চলচ্চিত্র

পোস্ট হয়েছে: এপ্রিল ১৮, ২০২৩ 

news-image

তুরস্কের ইস্তাম্বুল শহরে চলমান ৪২তম ইস্তাম্বুল ফিল্ম ফেস্টিভালের বিভিন্ন বিভাগে ইরানি চলচ্চিত্র নির্মাতাদের একগুচ্ছ চলচ্চিত্র দেখানো হচ্ছে। ইরানি ছবির তালিকায় রয়েছে ‘ওয়ার্ল্ড ওয়ার থ্রি’। চলচ্চিত্রটি ২০২৩ সালের অস্কারে ইরানের পক্ষে জমা দেওয়া হয়েছে। অস্কারের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে ছবিটি।

হুমান সেয়েদী পরিচালিত চলচ্চিত্রটি একজন হতদরিদ্র দিনমজুরকে নিয়ে তৈরি করা হয়েছে।
মানি হাকিকি পরিচালিত ইরান এবং ফ্রান্সের সহ-প্রযোজনার ছবি “সাবট্রাকশন” উৎসবের সেরা বিভাগে প্রদর্শনের জন্য বাছাই করা হয়েছে৷

নাটকটি ড্রাইভিং প্রশিক্ষক ফারজানেহকে নিয়ে তৈরি করা হয়েছে। তিনি তার স্বামীকে তেহরানের রাস্তায় দেখেন। তিনি একটি ব্যবসায়িক সফরে শহরের বাইরে ছিলেন বলে মনে করা হয়। সে স্বাভাবিকভাবেই স্বামীর সম্পর্কে সবচেয়ে খারাপ সন্দেহ করে।

ফারজানেহ তাকে অনুসরণ করে। যখন সে তাকে অন্য নারীর সাথে দেখা করতে দেখে তখন তার ভেতরে সন্দেহ আরও প্রকট হয়। ওই নারীর স্বামীও সন্দেহ করে কিছু একটা গোলমাল হয়েছে। পরিস্থিতি সহিংসতায় রূপ নেয়। তবুও, সবকিছু ঠিক যা মনে হয় তা নয়।

এছাড়াও উৎসবে আরও কয়েকটি ইরানি ছবি দেখানো হবে। ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর কালচার অ্যান্ড আর্টস আয়োজিত ইস্তাম্বুল ফিল্ম ফেস্টিভালের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১৮ এপ্রিল। সূত্র: তেহরান টাইমস।