ইসিইউ চলচ্চিত্র উৎসবে সেরার পুরস্কার জিতল ‘উইকেন্ড’
পোস্ট হয়েছে: এপ্রিল ১৯, ২০২১

ইসিইউ- দ্যা ইউরোপীয়ান ইন্ডিপেন্ডেন্ট চলচ্চিত্র উৎসবে বেস্ট নন-ইউরোপিয়ান ইন্ডিপেন্ডেন্ট ড্রামাটিক শর্ট অ্যাওয়ার্ড জিতল ইরানি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘উইকেন্ড’। গত সপ্তাহে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই উৎসবে সেরার পুরস্কার লাভ করে স্বল্পদৈর্ঘ্যটি। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন চলচ্চিত্রকার আরিয়ো মোতেভাকেহ।
‘দ্যা উইকেন্ডে’ মনিরি ও খেরাদমান্দের পরিবারের গল্প তুলে ধরা হয়েছে। তারা একটি পার্কে পিকনিকের জন্য যায়। কিন্তু খাওয়া-দাওয়া শেষে এটা প্রকাশ পায় যে, তারা সেখানে অন্যকিছুর জন্য গিয়েছেন।
এর আগে চলচ্চিত্রটি ২৬তম হংকং ফিল্ম অ্যাওয়ার্ডসে পুরস্কার জিতে। এছাড়া স্বল্পদৈর্ঘ্যটি নাশভিল্লে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গ্রেভইয়ার্ড শিফ্ট অ্যাওয়ার্ড এবং সেডিকিকোরটোট ও ট্রিয়নে আর্টিস্টিক ইভেন্টে সেরা ফিকশন স্বল্পদৈর্ঘ্য সিনেমা অ্যাওয়ার্ড লাভ করে। সূত্র: তেহরান টাইমস।