শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইসলাম গ্রহণ করেছেন হেভিওয়েট চ্যাম্পিয়ন টাইসন!

পোস্ট হয়েছে: নভেম্বর ১৭, ২০১৬ 

news-image

মুষ্টিযোদ্ধা টাইসন ফিউরি মনে হয় কখনো বিতর্ককে এড়াতে চান না। প্রায়ই খেলা থেকে অবসর গ্রহণের ঘোষণা এবং নিয়মিত টুইটারে এলোমেলো পোস্টের মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের বিভ্রান্তিতে রাখতেই মনে হয় তার পছন্দ।

কিন্তু তার সর্বশেষ পদক্ষেপকে অবশ্য সাহসী বলতেই হবে। জিপসি সম্রাটখ্যাত সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন টাইসন ফিউরি খ্রিস্টান ধর্ম থেকে ইসলামে ধর্মান্তরিত হচ্ছেন বলে মনে করা হচ্ছে।

তীব্র খ্রিস্টান অনুরাগী এই খেলোয়াড় চলতি সপ্তাহে এ টুইটে জানান, তিনি তার নাম পরিবর্তন করে রিয়াজ টাইসন মুহাম্মদরেখেছেন।

মাথায় টুপিসহ কাপ্তান পোশাক পরিহিত একটি ছবিও আপলোড করেন। এছাড়াও প্রার্থনারত অবস্থায় একটি ভিডিও আপলোড করেছেন তিনি। তবে এ ব্যাপারে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

গত নভেম্বরে পোস্ট করা এক ভিডিও ফুটেজে দেখা যায়, টুর্নামেন্ট শুরুর আগে তিনি এবং তার দলের খেলোয়াড়রা খ্রিস্টান রীতিতে প্রার্থনা করতে।

ওই সময় এক পোস্টে ফিউরি লিখেন,  ‘আমি বিশ্বের সর্বত্র ঐক্যের চেষ্টা করছি।

তবে তিনি ওই পোস্ট তার টুইটার থেকে মুছে ফেলেছেন এবং তার প্রোফাইলও পরিবর্তন করেছেন। সেখানে তার নাম এখন টাইসন লিউকফিউরি। সূত্র: ডেইলি মেইল