ইসলামের সঠিক মূল্যায়নে রাজাকের প্রশংসায় মোদি
পোস্ট হয়েছে: নভেম্বর ২৪, ২০১৫
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2015/11/Modi-Razak-400x290.jpg)
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসলাম নিয়ে সঠিক মূল্যায়ন করায় তার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় রাজাকের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই প্রশংসা করেছেন।
নাজিব রাজাক বলেছিলেন, ধর্ম ও সন্ত্রাসের মধ্যে কোন যোগসাজস নেই। এ সময় মোদি বলেন, আপনার দৃঢ় নেতৃত্বে মালয়েশিয়াতে চরমপন্থী ও মৌলবাদের কোন অবস্থান নেই । আপনার মূল্যায়ণ সন্ত্রাসের বিরুদ্ধে চ্যালেঞ্জের প্রতিরোধ গড়ে তুলবে। সম্প্রতি বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলা জানান দিচ্ছে বিশ্ব সন্ত্রাসের হুমকিতে রয়েছে।
আশিয়ান সফর উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালয়েশিয়ায় অবস্থান করছেন। এর আগে মোদিকে লাল গালিচা সংবর্ধনা দেন নাজিব রাজাক। দ্য স্টেটসম্যান