রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘ইসলামী বিপ্লব ইরানকে আত্মপরিচয় ও স্বাধীনতা দান করেছে’

পোস্ট হয়েছে: জুন ৭, ২০১৭ 

news-image

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ রোববার বলেছেন, ইসলামী বিপ্লব স্বৈরশাসককে উৎখাত করে ইরানের সমাজকে আত্মপরিচয় এবং স্বাধীনতা দান করেছে।

ইসলামী বিপ্লবের মহান নেতা ও ইসলামী প্রজাতন্ত্রের স্থপতি মরহুম ইমাম খোমেনী (রহ.)’র ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজার প্রাঙ্গণে লাখো মানুষের সমাবেশে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।

ইমাম খোমেনীর আন্দোলনের সাফল্যের গোপন রহস্য সম্পর্কে সর্বোচ্চ নেতা বলেন, তিনি তরুণসহ সমাজের সব মানুষকে সমবেত করতে এবং তাদেরকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছিলেন।

তিনি বলেন, স্বাধীনতা, আর্থ-সামাজিক ন্যায়বিচার এবং মার্কিন আধিপত্য থেকে মুক্ত হতে অনুপ্রেরণা যোগানোর কারণেই তরুণরা ইমাম খোমেনীর নেতৃত্বাধীন বিপ্লবের প্রতি আকৃষ্ট হয়েছিল। সূত্র: পার্সটুডে।