ইসলামি সলিডারিটি গেমসে ১৬০ এ্যাথলেট পাঠাচ্ছে ইরান
পোস্ট হয়েছে: মে ১১, ২০১৭
চতুর্থ ইসলামি সলিডারিটি গেমসে ১৬টি ইভেন্টে প্রতিযোগিতার জন্যে ১৬০ জন এ্যাথলেট পাঠাচ্ছে ইরান। আজারবাইজানের রাজধানী বাকুতে এ ক্রীড় প্রতিযোগিতা শুরু হচ্ছে ১২ মে এবং তা চলবে ২২ মে পর্যন্ত।
ইরানের নারী শুটার মাহলাঘা জামবোযর্গ ইরানি দলের পতাকা বহন করবেন। এ গেমসের প্রথম পর্বে চতুর্থ এবং দ্বিতীয় পর্বে রানার আপ হয়েছিল ইরান। ২০০৫ সালে সৌদি আরবে ইসলামি সলিডারিটি গেমস শুরু হয়। ৫৭টি মুসলিম দেশ থেকে এবার ৬ হাজার এ্যাথলেট বাকুতে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
সূত্র: তেহরান টাইমস।