ইসলামি বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেলো পাঁচ ইরানি স্মৃতিস্তম্ভ
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৬, ২০২২
আইসেসকো (দ্য ইসলামিক এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন) এর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেলো পাঁচটি ইরানি স্মৃতিস্তম্ভ। রোববার বার্তা সংস্থা ইসনা এই খবর দিয়েছে।
ইসলামি বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া ৫ স্মৃতিস্তম্ভ হলো- আলামুত দুর্গের সাংস্কৃতিক ভূদৃশ্য, গনবাদ-ই আলাভিয়ান (আলাভিয়ান গম্বুজ), শেখ আহমদ জামির সমাধি, বাস্তাম ঐতিহাসিক কমপ্লেক্স এবং মাসুলেহের সাংস্কৃতিক ভূদৃশ্য। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন এবং হস্তশিল্প মন্ত্রী ইজ্জাতোল্লা জারঘামির কাছে লেখা একটি চিঠিতে এই তালিকাভুক্তির কথা জানানো হয়েছে। সূত্র: তেহরান টাইমস।