শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইসলামি বিশ্বের প্রথম পর্যটন প্রদর্শনীর আয়োজন করবে তেহরান

পোস্ট হয়েছে: মে ১১, ২০২২ 

news-image

ইসলামি বিশ্বের প্রথম পর্যটন প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে ইরানের রাজধানী তেহরান। ‘ইসলামিক ওয়ার্ল্ড ট্যুরিজম এক্সিবিশন (আইডব্লিউটিই) এর লক্ষ্য ১৫টি মুসলিম দেশের স্বল্প পরিচিত পর্যটন গন্তব্যগুলি দর্শনার্থীদের কাছে তুলে ধরা।আয়োজকরা জানিয়েছেন, ইসলামি বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (আইসিইএসসিও) ঘনিষ্ঠ সহযোগিতায় আয়োজিত এই ইভেন্টে দর্শনীয় ট্যুর, ইকোট্যুরিজম সেন্টার, চিকিৎসা সেবা, ই-পরিষেবা এবং তীর্থযাত্রার মতো বিষয়গুলো উঠে আসবে।ইরানে আইসিইএসসিও দপ্তরের সভাপতি আবদোলকারিম সাদেকদুস্ত মঙ্গলবার বলেন, ইসলামি দেশগুলোর পর্যটন সম্পর্ক গভীর করার অপার সম্ভাবনা রয়েছে। এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করে আরও বলেন, ‘আমরা আইসিইএসসিওতে ইরানকে ইসলামি বিশ্বের অন্যতম অক্ষ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি।’ইসলামিক ওয়ার্ল্ড ট্যুরিজম শীর্ষক প্রদর্শনীটি ৭ থেকে ১০ জুন তেহরানের শাহর-ই আফতাব আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সূত্র: তেহরান টাইমস।