সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘ইসলামি বিপ্লব রক্ষার দায়িত্ব পালন করছে আইআরজিসি’

পোস্ট হয়েছে: জুন ২৭, ২০১৭ 

news-image

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, ইসলামি বিপ্লব ও এর অর্জনগুলো রক্ষা করা আইআরজিসির দায়িত্ব।

তিনি মঙ্গলবার দেশ গঠন ও উন্নয়ন বিষয়ক সেমিনারের অবকাশে এ কথা বলেন। জেনারেল জাফারি আরও বলেন, বিদেশি শক্তির ওপর নির্ভর না করে দেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আইআরজিসি। এ পর্যন্ত শত শত প্রকল্প সাফল্যের সঙ্গে সম্পন্ন করা হয়েছে। আইআরজিসি এসব ক্ষেত্রে সহযোগী না হলে পাশ্চাত্যের অবরোধ মোকাবেলা কঠিন হয়ে পড়তো।

তিনি বলেন, বিজাতীয়রা সব সময় কেবল নিজেদের স্বার্থই দেখে। এ কারণে তাদেরকে বিশ্বাস করলে কেবল হতাশ হতে হবে। এ সময় তিনি ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধির ওপর জোর দেন।

সূত্র: পার্সটুডে।