ইসলামি বিপ্লব-পূর্ব ও পরবর্তী ইরানের তুলনামূলক চিত্র
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১০, ২০২০

আগামী ১১ ফেব্রুয়ারি জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হবে ইরানের ইসলামি বিপ্লবের ৪১তম বিজয় বার্ষিকী। ইসলামি বিপ্লব হিসেবে পরিচিত এই ইরানি বিপ্লবে ১৯৭৯ সালে মার্কিন সমর্থনপুষ্ট তৎকালীন শাহ মোহাম্মদ রেজা পাহলাভির পতন হয়। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেইনী (রহ.)-এর নেতৃত্বে জন্ম নেয় ইসলামি প্রজাতন্ত্র নামে নতুন এক ইরান।
৪১ বছর আগে মার্কিন মদদপুষ্ট শাসক পাহলাভিকে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে ইরানি জাতি দেশে আড়াই হাজার বছরের রাজতান্ত্রিক শাসনের ইতি টানে। ইসলামি বিপ্লব ইসলামি মূল্যবোধ ও গণতন্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠা করে এক নতুন রাজনৈতিক পদ্ধতি।
এ বিপ্লব ফিরিয়ে আনে ইরানি জাতির প্রকৃত স্বাধীনতা, সম্মান ও উন্নয়নের অগ্রযাত্রার ঐতিহ্য। বিপ্লব-পরবর্তী দিনকে দিন ভেতরে ও বাইরে এবং বিশ্ব-অঙ্গনে শক্তিশালী হচ্ছে ইসলামি বিপ্লবের দেশ ইরান।
নিম্নে একটি ভিডিও প্রামাণ্যচিত্র ও কিছু ইনফোগ্রাফিকস তুলে ধরা হলো যেখানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব-পূর্ব ও পরবর্তী ইরানের তুলনামূলক অগ্রগতি উপস্থাপন করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ইসলামি বিপ্লব-পরবর্তী ইরানের অভূতপূর্ব অর্জনাবলির চিত্র তুলে ধরা হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।