শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইসলামি বিপ্লবের ৪২তম বিজয় বার্ষিকীর ব্যতিক্রমী শোভাযাত্রা শুরু

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১০, ২০২১ 

news-image

ইরানের ইসলামি বিপ্লবের ৪২তম বিজয় বার্ষিকী উপলক্ষে সারাদেশে ব্যতিক্রমী শোভাযাত্রা বের হয়েছে। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি (ফার্সি ২২ বাহমান) ইমাম খোমেনী (রহ.)’র নেতৃত্বে ইসলামি বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে এবং এর মাধ্যমে দেশটি থেকে কয়েক হাজার বছরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা উৎখাত হয়ে যায়। সেই বিপ্লবের বার্ষিকীতে প্রতি বছর এই দিনে ইরানের জনগণ রাস্তায় নেমে দেশের ইসলামি শাসনব্যবস্থার প্রতি সমর্থন জানান।

কিন্তু এ বছর করোনাভাইরাসের কারণে পায়ে হেঁটে শোভাযাত্রার পরিবর্তে জনগণকে মোটরসাইকেল ও গাড়িতে করে প্রতীকী শোভাযাত্রায় অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়। কিন্তু রাজধানী তেহরানসহ সারাদেশের প্রকৃত চিত্র তুলে ধরে আইআরআইবি জানিয়েছে, সাধারণ মানুষ গাড়ি ও মোটরসাইকেল ছাড়াও লাখ লাখ মানুষ প্রতি বছরের মতো পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নিচ্ছেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার এই শোভাযাত্রায় অংশ নেয়ার সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না কেউ।

বুধবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে সারাদেশের এক হাজারেরও বেশি শহর এবং অন্তত ১০ হাজার গ্রামের মানুষ শোভাযাত্রায় অংশ নিতে রাস্তায় বেরিয়ে এসেছেন। ইসলামি প্রজাতন্ত্র ইরানের পতাকা হাতে লক্ষ লক্ষ মানুষ ‘আমেরিকা ধ্বংস হোক’, ‘ইসরাইল নিপাত যাক’ ধ্বনিতে স্লোগান দিচ্ছেন।

ইরানের টেলিভিশনে রাজধানী তেহরানের তিন স্থানের লাইভ ছবি এভাবে দেখানো হয়
প্রতি বছর ১১ ফেব্রুয়ারির এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে ইরানি জনগণ ইসলামি প্রজাতন্ত্রের স্থপতি ইমাম খোমেনী (রহ.) এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর প্রতি আনুগত্যের শপথ পুনর্ব্যক্ত করেন।

রাজধানী তেহরানে বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রাগুলো ঐতিহাসিক আজাদি স্কয়ারে এসে শেষ হবে। এখানে সমবেত জনসমুদ্রের উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট হাসান রুহানি। এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বিশ্বের বহু দেশ থেকে প্রখ্যাত রাজনীতিবিদ, ধর্মীয় নেতা, ক্রীড়াবিদ এবং শিক্ষাবিদরা এরইমধ্যে ইরানে এসে পৌঁছেছেন। পার্সটুডে