ইসলামি বিপ্লবের পর ইরানের বিজ্ঞান উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২৫
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2025/02/5360897.jpg)
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে বিজ্ঞান উৎপাদন ক্রমাগত বেড়েছে। বিশ্বের দেশগুলির মধ্যে ৩৩ ধাপ অগ্রগতি হয়েছে দেশটির। ১৯৮০ সালে ৫০তম থেকে ২০২৪ সালে ১৭তম অবস্থানে উঠে আসে ইরানের অবস্থান।
মেহর সংবাদ সংস্থা জানিয়েছে, ২০২৪ সালে ইসলামি দেশগুলির মধ্যে বিজ্ঞান উৎপাদনে দেশটি দ্বিতীয় স্থান দখল করে। ১৯৮০ সালে দেশটি যেখানে পঞ্চম স্থানে ছিল।
ইসলামি বিপ্লবের ৪৬ বছর পর, দেশটি বিজ্ঞান, স্বাস্থ্য, নিরাপত্তা, অর্থনীতি, শিল্প এবং আইন প্রণয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্দান্ত অগ্রগতি অর্জন করেছে।
স্কোপাসের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ইসলামি বিপ্লবের পর প্রথম বিশ বছরে বৈজ্ঞানিক উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ১৯৮০ সালে ইরানের বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশিত হয় ২৮৪টি। এই সংখ্যা বেড়ে ১৯৯৯ সালে দাঁড়ায় ১ হাজার ৪৫০টিতে। ২০০৫ সালে ৮ হাজার ৪৯৭টি প্রবন্ধ প্রকাশিত হয় এবং ২০২৪ সালে ইরান ৭৫ হাজার ৯২৮টি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করে।
চলমান নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান ২০২৭ সালের মধ্যে বৈজ্ঞানিক উৎপাদনের ক্ষেত্রে দেশের র্যাঙ্কিং বর্তমানে ১৭তম থেকে ১২তম স্থানে উন্নীত করার পরিকল্পনা করছে।
নিষেধাজ্ঞা, অর্থনৈতিক বিধিনিষেধ এবং ইরানি পণ্ডিতদের গবেষণাপত্র প্রকাশের উপর সীমাবদ্ধতার কারণে, বিশেষ করে গত তিন বছরে বৈজ্ঞানিক উৎপাদনে ইরানের র্যাঙ্কিং ১৫ থেকে ১৭তম স্থানে নেমে আসে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা শাহিন আখৌন্দজাদে এই তথ্য জানান। সূত্র: তেহরান টাইমস